রাজ্যের সব পাসপোর্ট পরিষেবা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ৩১ মার্চ পর্যন্ত বন্ধ পাসপোর্ট কেন্দ্র। করোনার কারণে বন্ধ করে দেওয়া হল রাজ্যের সব পাসপোর্ট পরিষেবা। সূত্রের খবর, গতকাল সকালে প্রথম ঘন্টা দুয়েক পরিষেবা দেওয়ার পরে কলকাতা, বহরমপুর ও শিলিগুড়ির পাসপোর্ট পরিষেবা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ডাকঘরের পরিষেবাও আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। ৩১ মার্চের পরে নতুন নির্দেশ এলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, আবেদনকারীরা এতদিন বছরে ৩ বার আবেদন জমা দেওয়ার দিন বদলের সুযোগ পেতেন। এই পরিবর্তিত পরিস্থিতিতে সেই নিষেধাজ্ঞাও তুলে দেওয়া হয়েছে।