পুরুলিয়ায় কথ্য ভাষায় করোনার সচেতনতা প্রচার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কথ্য ভাষায় করোনার সচেতনতা প্রচার। স্থানীয় সূত্রের খবর, পুরুলিয়ার ৮টি থানা এলাকায় শবর জনজাতির প্রায় ১২ হাজার মানুষ বসবাস করেন। এঁদের অনেকেই ভিন রাজ্যে শ্রমিকের কাজে যান। কথ্য ভাষায় নোভেল করোনা ভাইরাস নিয়ে সচেতনতা প্রচার শুরু করেছে শবর খেড়িয়া কল্যাণ সমিতি। পাশাপাশি মোবাইলে পাঠানো হচ্ছে মেসেজও। স্থানীয় সূত্রে আরও খবর, সাইকেল নিয়ে গ্রামে ঘুরে তা পড়ে বোঝাচ্ছেন সদস্যরা। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়ে কোনও বিষয়ে কারও ধোঁয়াশা থাকলে বা গুজব ছড়ালেই মুশকিল। তাই একেবারে কথ্য ভাষায় বোঝানোটা জরুরি।