narendra modiBreaking News Enviornment Health World 

১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশে লকডাউন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ রাত ১২টা থেকে টানা ২১ দিনের জন্য গোটা দেশে বলবৎ লকডাউন। করোনা ভাইরাসের কারণে নিজেদের সুরক্ষিত রাখতে, জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই অনুরোধ জানালেন দেশবাসীকে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত গোটা ভারতে এই লকডাউন থাকছে। পাশাপাশি করোনা মোকাবিলায় ১৫ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর। ৩ সপ্তাহের লকডাউন কার্যত কার্ফুই বলে জানালেন তিনি। এই বিপর্যয়ে যেখানেই আছেন সেখানেই থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী।

Related posts

Leave a Comment