hanta virusHealth Others 

Hanta Virus নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গোটা বিশ্বে করোনা ভাইরাসের ত্রাসের বাতাবরণের মধ্যেই আবার Hanta Virus নিয়ে আতঙ্কের পরিবেশ।Bank vole নামক একটি ইঁদুরের বিষ্ঠা, মূত্র ও মৃতদেহ থেকে এই রোগ ছাড়িয়ে পড়ছে বলে খবর। চিনে ১৯৫০ সাল থেকে ২০০০ সাল অবধি এই সংক্রমণে প্রায় ৫০ হাজার মানুষ মারা গিয়েছেন বলে জানা যায়। এমনকী কোরিয়াতে এই ভাইরাসের প্রভাবে অনেক মানুষ মারা গিয়েছিলেন বলে জানা যায়।চিকিৎসক-বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণই নেই।আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে এই প্রজাতির ইঁদুর নেই। সুতরাং ভয় পাওয়ার কোনও কারণ নেই। অতীতে আমাদের দেশে এই রোগ ছড়ানোর কোনও রেকর্ডও নেই। অযথা আতঙ্কগ্রস্ত হবেন না। Hanta Virus রোগের প্রতিষেধক ভ্যাকসিন রয়েছে। যার নাম Hantavax.

Related posts

Leave a Comment