লকডাউন অমান্য করলে কার্যত হুঁশিয়ারি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর চূড়ান্ত হুঁশিয়ারি। লকডাউন অমান্য করলে দেখামাত্র গুলির নির্দেশ, এছাড়া সরকারের আর কোনও উপায় থাকবে না। দেশব্যাপী শুরু ২১ দিনের লকডাউন। তা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। নিয়ম না মানার ছবি আর বরদাস্ত করতে নারাজ তেলেঙ্গানা সরকার। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ঘটছে মৃত্যুও। এই বাস্তব পরিস্থিতিতে আরও কঠোর হতে হবে রাজ্য সরকারগুলিকে। ঠিক এই বার্তায় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানালেন, লকডাউন অমান্য করলে গুলি চালানের নির্দেশ দেওয়া ছাড়া সরকারের আর কোনও উপায় থাকবে না। এ পর্যন্ত ভারতে ১১ জনের মৃত্যু করোনা ভাইরাসে। করোনায় আক্রান্ত হয়ে তামিলনাড়ুর মাদুরাইয়ে ১ ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।