সাবধানে ও সতর্ক থাকার পরামর্শ দিলেন সৌরভ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা হল। এরজেরে কার্যত গৃহবন্দী সাধারণ মানুষ থেকে সমস্ত বিশিষ্টরা। কলকাতার স্তব্ধ জনমানবহীন ছবি দেখে বিসিসিআই-এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির মন্তব্য, “কোনও দিন ভাবিনি আমার শহরকে এই অবস্থায় দেখবো। সবাই সাবধানে থাকুন। এই অবস্থা খুব তাড়াতাড়ি বদলাবে।” নিজের টুইটারে স্তব্ধ কলকাতার নিস্তব্ধ চিত্র দেখে ছবিও পোস্ট করেন তিনি। উল্লেখ্য, করোনা আতঙ্কে জেরবার পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। আপাতত ৩ সপ্তাহ পর্যন্ত চলবে লকডাউন। এই পরিস্থিতিতে সবাইকে সাবধানে ও সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ।