অবুঝ হবেন না, সতর্ক ও সাবধানে থাকুন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অবুঝ হবেন না। সতর্ক ও সাবধান না হলে বাড়বে আরও বড় বিপদ। এটি “আমার বাংলা”র বক্তব্য নয়। বার্তা খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। হু-এর ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাধানোম ঘেব্রেয়েসাস জানিয়েছেন, করোনা সংক্রমণের হার দ্রুত ত্বরান্বিত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় দেশগুলিকে আরও বেশি আগ্রাসী পদক্ষেপ নিতে হবে। একটি পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও জানিয়েছেন, প্রথম সংক্রমণ ধরা পড়ার পর আক্রান্তের সংখ্যা ১ লক্ষে পৌঁছতে সময় লেগেছিল ৬৭ দিন। তারপর মাত্র ১১ দিনের মধ্যেই নতুন করে ১ লক্ষ মানুষ সংক্রমণের শিকার হয়েছেন। এরপর ২ লক্ষ থেকে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষে পৌঁছতে সময় নিয়েছে মাত্র ৪ দিন। তবে সতর্ক ও সাবধানে থাকার বার্তাও দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা “হু”। তাই গুজবে কান না দিয়ে অতি সতর্ক ও সাবধানে থাকতে চেষ্টা করুন। অপরীক্ষিত ওষুধের ব্যবহার সম্পর্কেও সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।