টোকিও অলিম্পিক গেমসও পিছিয়ে গেল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অতীতে কোনওদিন অলিম্পিক গেমস পিছিয়ে দেওয়া হয়নি। এবারই প্রথম এই ঘটনা ঘটল করোনা ভাইরাসের কারণে। ২০২১ সাল পর্যন্ত পিছিয়ে গেল অলিম্পিক। করোনা ভাইরাসের জেরে ইতিমধ্যেই বিভিন্ন দেশে নানা ক্রীড়াসূচি স্থগিত ও বাতিল হয়েছে। এবার আপাতত স্থগিত হল অলিম্পিকের আসর। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখের সঙ্গে আলোচনার পর এমনই সিদ্ধান্তের কথা জানালেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। স্থগিত হওয়া টোকিও অলিম্পিক গেমস ২০২১ সালে হবে বলে জানালেন জাপানের প্রধানমন্ত্রী।