করোনা প্রতিরোধে বিভিন্ন উপকারী পরামর্শ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, সতর্কতা ও সাবধানতা অবলম্বন করলেই করোনা ভাইরাস আক্রান্ত ৮০ শতাংশ মানুষ কোন বিশেষ চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে যাবেন। পরিসংখ্যান অনুযায়ী বিশেষজ্ঞরা জানান, করোনা ভাইরাসে মাত্র ৮ শতাংশ রোগীর মৃত্যু ঘটেছে।

আবার তাঁরা জানিয়েছেন, করোনা ভাইরাস বাতাসে ছড়ায় না। এটি কেবলমাত্র হাঁচি-কাঁশি এবং সংস্পর্শের মধ্য দিয়ে বেশি মাত্রায় ছড়ায়। সতর্ক ও সাবধানে নিজের বাড়িতে থাকলেই সংক্রমণের ভয় নেই। এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের আরও বক্তব্য, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী, ডাক্তার ও সহায়কদের মাস্ক পরা অত্যন্ত জরুরি। সংক্রমণ এড়াতে বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে।

পাশাপাশি চোখে, নাকে ও মুখে হাত দেবেন না। এই অভ্যাস একেবারেই পরিত্যাগ করুন। আবার খাবার গ্রহণের সময় বিশেষ সতর্কতা বজায় রাখুন। সর্দি, কাশি বা জ্বর না হলে অযথা মাস্ক পরার দরকার নেই। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শমতো “আমার বাংলা” ২৪ ঘন্টাই করোনা প্রতিরোধে বিভিন্ন উপকারী পরামর্শ দিচ্ছে তা নজর রাখুন। তবে সতর্ক ও সাবধানতা অবলম্বন করে নিজেকে গৃহবন্দি রাখাই এখন একমাত্র পথ।