Author and PenLifestyle Others 

তন্ময়ের সচেতনতা- জিতে যাবে জনতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের বিরুদ্ধে সতর্কতা-সচেতনতা ও সাবধানতা অবলম্বন করতে হবে এখন সবাইকে। সুস্থ ও নিরাপদ থাকার সাধারণ নিয়মাবলী ছড়ার আকারে লিখেছেন কবি তন্ময় চক্রবর্তী। ব্রততী বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তির ক্লাসে চর্চাও হল সেই ছড়ার। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও করোনা-বিরোধী যৌথ লড়াইয়ে সব স্তরের মানুষ বর্তমান সময়ে সামিল। বাঁচা ও বাঁচানোর লড়াই। এই প্রচেষ্টায় পরোক্ষভাবে সামনে এলেন বাংলার আবৃত্তির তরুণ-তরুণীরা। এই লড়াইটা এখন গোটা বিশ্ব জুড়েই। সোশ্যাল মিডিয়ায় সহজ কথার উচ্চারণে শোনানো হল সরকারি ব্যবস্থার উপর আস্থা রেখে চিকিৎসা করার ভাবনা। সূত্রের খবর, এই ছোট্ট শ্রুতিমধুর ছড়াটির মুখবন্ধে বাচিকশিল্পী শ্রবণা শীল আরও ৫ জন সহযোগী শিল্পীর সঙ্গে করোনা ভাইরাসের সতর্কতার বার্তা হিসেবে তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের প্রয়োজনীয় হেল্পলাইন নম্বর। পাশাপাশি ছড়ার শেষ লাইনে কবি তন্ময় চক্রবর্তী শুনিয়েছেন- “হেরে যাবে করোনা। জয় হবে চিকিৎসার। জিতে যাবে জনতা।”

Related posts

Leave a Comment