Bangaon MunicipalityHealth Others 

বনগাঁ পুরসভার উদ্যোগে শিশুদের বিনামূল্যে দুধ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বনগাঁ পুরসভা ৩ বছর বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে দুধ দেওয়ার উদ্যোগ নিল। স্থানীয় সূত্রের খবর, শহরের মোট ১২টি জায়গায় দুধ বিলি করা হয়েছে। সপ্তাহে ৪ দিন দুধ দেওয়া হবে বলেও জানানো হয়েছে। প্রথমদিন মোট ২৫০ গ্রাম করে মোট ১,২০০টি মানুষের হাতে দুধ তুলে দেওয়া হয়। পুরসভার পক্ষ থেকে খবর, আগামী দিনে যত শিশুর পরিবার আসবে সকলকেই দুধ দেওয়া হবে। পুরসভার এই উদ্যোগে সাধারণ মানুষ খুশি। বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য জানালেন, সদ্যোজাত শিশু থেকে ৩ বছর বয়স পর্যন্ত প্রত্যেক শিশুকে ২৫০ গ্রাম করে সপ্তাহে ৪ দিন দুধ দেওয়া হবে। মোট ৩০০ লিটার দুধ বিলি করা হয়েছে। আগামী দিনে যত শিশু আসবে সকলকে দুধ দেওয়া হবে।

Related posts

Leave a Comment