টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এই প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সাফল্যে উচ্ছ্বাস সেদেশে। বাংলাদেশ ৫ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে জয়লাভ করে। চতুর্থ ম্যাচটি তাঁরা ৬ উইকেটে জয়ী হয়। এই জয়ের নেপথ্যে রয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তিনি ১০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন। প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড তোলে মাত্র ৯৩ রান। নাসুম আহমেদ ছাড়াও বাংলাদেশের পক্ষে ৪ উইকেট দখল করেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ স্কোর দাঁড়ায় ৪ উইকেট ৯৬ রান।

