সুদের হার কমাল ব্যাঙ্ক অব বরোদা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সুদ কমাল ব্যাঙ্ক। সূত্রের খবর, রেপো রেটের সঙ্গে সম্পর্কযুক্ত ঋণে সুদের হার কমিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অব বরোদা। এক্ষেত্রে জানা গিয়েছে, ১৫ বেসিস পয়েন্ট কমিয়ে তা ৬.৮৫ শতাংশ করা হয়েছে। সূত্রের আরও খবর, ১ নভেম্বর থেকে নতুন হার কার্যকর হতে চলেছে। এক্ষেত্রে বাড়ি, গাড়ি ও শিক্ষা-সহ বিভিন্ন ঋণের কিস্তি কমবে বলে মনে করা হচ্ছে।

