বাসমতী চাল নিয়ে দাবি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাসমতী চালের জন্য জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগ পেয়েছে পাকিস্তান। পাক সরকারের সূত্রে এ খবর জানানো হয়েছে। উল্লেখ করা যায়, ২০২০ সালের জিআই আইনের অধীনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সূত্রের খবর, এরফলে ইউরোপীয় ইউনিয়নে ভারতের বিরুদ্ধে মামলা লড়ার সুযোগ পাবে পাকিস্তান, এমনটাই মনে করা হচ্ছে। এক্ষেত্রে আরও জানা যায়, গত সেপ্টেম্বরে বাসমতী চালকে নিজেদের দেশের পণ্য বলে আন্তর্জাতিক বাজারে নথিভুক্তির আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। এক্ষেত্রে পাকিস্তান সরকারের দাবি, হিমালয়ের পাদদেশে এমন একটি জায়গায় এই চাল হয়, যেখানে দু-দেশই যৌথভাবে এই চালকে নিজেদের বলে দাবি করতে পারে।

