করোনা মোকাবিলায় দেশে ত্রাণ তহবিল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা মোকাবিলায় ত্রাণ তহবিলে বিসিসিআই দিল ৫১ কোটি টাকা। করোনার প্রভাব গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। রেহাই পায়নি ভারতও। ইতিমধ্যেই গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা আপাতত ১০২৫ জন। মৃত্যুর সংখ্যা ২৫ জনের। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য দেশে গঠন করা হয়েছে ত্রাণ তহবিল। সাধারণ মানুষ থেকে তারকারা সবাই নিজেদের সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এবার করোনা মোকাবিলার জন্য সাহায্য করতে এগিয়ে এল ভারতীয় বোর্ডও। প্রসঙ্গত, গতকাল বিসিসিআইয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকা আর্থিক অনুদানের কথা ঘোষণা করা হয়েছে। সংস্থার প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহর এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। ইতিমধ্যেই সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে এসেছেন শচীন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়রা। এবার বর্তমান ক্রিকেটারদের মধ্যে সুরেশ রায়নাও সাহায্যের হাত বাড়ালেন। করোনা মোকাবিলার জন্য ৫২ লক্ষ টাকা দান করেছেন তিনি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩১ লক্ষ টাকা ও উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ লক্ষ টাকা দান করেছেন রায়না। তাঁর এই মানবিকতার জন্য প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।