রাজ্য সরকারগুলিকে ত্রানশিবিরের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ চলছে ২১ দিনের লকডাউন।বন্ধ রুটি রোজগার। তাই শ্রমিকরা পায়ে হেঁটে স্ত্রী সন্তানকে নিয়ে চলেছেন নিজের রাজ্যের দিকে।শ্রমিকরা একসঙ্গে রাস্তায় যাতায়াতের ফলে এই মারণ ভাইরাস একাধিক ব্যক্তির মধ্যে সংস্পর্শে এসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে,এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যগুলিকে ত্রাণশিবির তৈরি এবং খাবার দেওয়ার নির্দেশ দিল।সূত্রের খবর, ট্রেন বা বাস না পেয়ে ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকরা দলে দলে পায়ে হেঁটে নিজের রাজ্যের দিকে এগিয়ে চলেছে। এতে বহু মানুষের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে।তাই কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ।অন্যদিকে পণ্যবহনকারী ট্রাকের মধ্যে গা ঢাকা দিয়েও রাজ্যের সীমা পার করছে বলেও খবর।জানা গিয়েছে,শ্রমিকদের খাদ্য ও পানীয় ঘাটতি তাঁদের রাস্তায় বেরনোর অন্যতম কারন। এর ফলে তাঁদের একাধিক ব্যক্তির সংস্পর্শে আসার সম্ভাবনা বাড়ছে। এমনকী এই পরিস্থিতিতে বাড়ছে গোষ্ঠী সংক্রমণের আশঙ্খা। সেই কারণেই রাজ্য সরকারগুলিকে এই নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের।