pradip railwayBreaking News Health 

রেলকর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করছে “প্রদীপ”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন বিভিন্ন শাখায় রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বিশেষ ভ্রামমান মেডিক্যাল ভ্যান “প্রদীপ” ব্যবহার করল। পূর্ব রেল সূত্রে খবর, ওই ভ্যানটি চলমান চিকিৎসালয় হিসেবে ব্যবহার হচ্ছে। অন্যদিকে, ডিআরএম-এর উপস্থিতিতে রেলের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভিন্ন শাখায় গিয়ে রেলকর্মীদের খোঁজ-খবর নিচ্ছেন বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment