iranOthers World 

করোনার আবহেই আরও বড় বিপদের মুখোমুখি ইরান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সোশ্যাল সাইটগুলিতে করোনা নিয়ে নানা আজগুবি প্রচার চলছে। সূত্রের খবর, করোনা মুক্তির জন্য ইথাইল আলকোহল খেয়ে ইরানে ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। COVID-19 ভাইরাসে সংক্রমণ রুখতে টক্সিন মিথানল বা ইথাইল আলকোহলের মত রাসায়নিক খেয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে ইরানে। সরকারের টনক নড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ইরানের সরকারি তথ্য অনুযায়ী জানা গিয়েছে,ভাইরাস মুক্ত হতে ভুয়ো প্রচারে মারা গিয়েছেন প্রায় ৩০০ জন। আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি ১ হাজারের কাছাকাছি।সর্বশেষ খবর অনুযায়ী জানা যায়, ইরানে করোনায় মৃতের সংখ্যা ২০০জন

Related posts

Leave a Comment