Shajamin MallickLifestyle Others 

ছোট্ট শাজমিনের আঁকা ছবি- বার্তা ভাইরাল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনের নিষেধাজ্ঞা উপেক্ষা করছেন অনেকেই। রাস্তায় বেরনোর জন্য পুলিশ কখনও লাঠিচার্জ করছে। আবার কখনও কান ধরে ওঠবোস করাচ্ছেন। এই বাস্তব পরিস্থিতিটা বুঝতে পারছেন না প্রাপ্তবয়স্ক অনেকই। এক নিমেষে তা বুঝে গিয়েছে বর্ধমানের দ্বিতীয় শ্রেণির ছাত্রী শাজমিন মল্লিক। নিজের ব্ল্যাকবোর্ডে ছবি এঁকেছে ওই মেয়ে লিখেছে- “সেভ লাইফ, স্টে অ্যাট হোম”। শাজমিনের আঁকা সেই ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। ৭ বছর বয়সী শাজমিন একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী। বাড়ি শহরের বড়বাজারে। মায়ের মুখে করোনা ভাইরাসের কথা শোনার পর নিজের ব্ল্যাকবোর্ডে তা নিয়ে ছবি আঁকে শাজমিন। পাশাপাশি ঘরে বন্দি থাকার বার্তাও দিয়েছে। এই ছবি পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে।

Related posts

Leave a Comment