পাঠ-ক্যালেন্ডার বদলে কুটার চিঠি উপাচার্যকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনার কারণে লকডাউন পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যেই কিছু শিক্ষক অনলাইনে পড়াচ্ছেন। অনলাইনে পঠন-পাঠন এবং পাঠ-ক্যালেন্ডার বদলের বিষয়ে উপাচার্যকে চিঠি দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা কুটা। এক্ষেত্রে কুটা জানিয়েছে, ভবিষ্যতে এরজন্য বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে একটি পোর্টাল তৈরি করা দরকার। পাশাপাশি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক পাঠ-ক্যালেন্ডার বদলের বিষয়ে যে নির্দেশ দিয়েছে, তা বাস্তবে রূপায়ণে কর্তৃপক্ষ যাতে শিক্ষকদের পরামর্শ গ্রহণ করেন সেই অনুরোধও করা হয়েছে। কুটা সূত্রে আরও জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে দুটি সেমিস্টার এক করে নেওয়া যেতে পারে। যে পর্যন্ত পড়ানো হয়েছে তার ওপর পরীক্ষাও নেওয়া হতে পারে। আবার সেমিস্টার পিছিয়েও দেওয়া যেতে পারে।