Itahar Meghnad Saha CollegeLifestyle Others 

ই-ক্লাস চালু করল ইটাহারের মেঘনাদ সাহা কলেজ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনের জেরে কার্যত কলেজ বন্ধ। সিলেবাস শেষ হবে কী করে তা নিয়ে দুশ্চিন্তা ছিল পড়ুয়াদের। সূত্রের খবর, দুশ্চিন্তা দূর করতে পঠন-পাঠন চালু রাখার জন্য ই-ক্লাস চালু করল ইটাহারের মেঘনাদ সাহা কলেজ। কলেজের উপাধ্যক্ষ মুকুন্দ মিশ্র জানিয়েছেন, করোনা ভাইরাসের আঁচ লেগেছে শিক্ষা মহলেও। ক্ষতির মুখ থেকে রেহাই পাচ্ছে না ছাত্র সমাজও। তাঁদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ই-ক্লাসরুম চালু করলাম। এবার ঘরে বসেই পড়াশোনা করতে পারবে পড়ুয়ারা। কলেজ সূত্রের খবর, ইতিমধ্যে ওই পোর্টালে বিভিন্ন বিভাগের অধ্যাপকরা তাঁদের নিজ নিজ বিষয়ের নোটস এবং প্রশ্নোত্তর আপলোড করেছেন। কোনও বিষয় বুঝতে অসুবিধা হলে বা প্রশ্ন থাকলে অনলাইনে নির্দিষ্ট বিষয়ের শিক্ষকের সঙ্গে মতামত আদান-প্রদান করতে পারবেন পড়ুয়ারা।

Related posts

Leave a Comment