AUSTRIA corona villageBreaking News World 

করোনা আতঙ্কে কাঁপছে ‘করোনা’

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনার ভয়ে কাঁপছে গোটা বিশ্ব।আবাল-বৃদ্ধ-বনিতা এখন জেনে গিয়েছে করোনার নাম। তবে এই নামে যে একটি দেশ রয়েছে তা অনেকেরই অজানা।২০১৯সালেও করোনা নামটা গোটা বিশ্বের মানুষ জানতো না।এখন সবাই জেনে গিয়েছেন এই ভাইরাসের কারণে।এর মাঝেই অস্ট্রিয়ার আল্পস পর্বতের পাদদেশে অবস্থিত ছোট্ট গ্রামটির নামও করোনা।সম্পূর্ণ নাম সেন্ট করোনা।

সারা বিশ্বে এখন তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস।একের পর এক দেশে লকডাউন।মানুষ এখন গৃহবন্দি।আর এই মারণ ভাইরাসের সঙ্গে নামের মিল থাকাতে মহাবিপদে পড়েছেন করোনা গ্রামের বাসিন্দারা।জানা যায়, সেন্ট করোনা গ্রামের বেশিরভাগ মানুষ পর্যটন শিল্পের উপর জীবন-জীবিকা নির্ভর করেন।ভিয়েনা থেকে ১০০ কিমি দক্ষিণে অবস্থিত এই গ্রামে সারা বছর পর্যটকদের ভিড় থাকে।এখন সেখানে নিস্তব্ধতা।করোনা গ্রামের মানুষও আতঙ্কে ভুগছেন।কারণ এই নাম তাঁদের পর্যটন শিল্পে প্রভাব ফেলতে পারে, এমনটা মনে করছেন সেখানকার মানুষ।মেয়র মাইকেল গ্রবের গ্রামের নাম বদলে ফেলার প্রস্তাব দিয়েছেন।গ্রামে সব মিলিয়ে ৪০০ পরিবারের বসবাস।এখন সবার আশঙ্কা, এই দুর্যোগ মিটলেও তাঁদের গ্রামের পর্যটন শিল্পে ভয়াবহ প্রভাব পড়বে।অস্ট্রিয়ায় এখনও পর্যন্ত চার হাজার মানুষ আক্রান্ত করোনায়।মৃত্যু হয়েছে ২১ জনের।

Related posts

Leave a Comment