আমরা আপনার নির্দেশ মেনে ঝাঁপিয়ে পড়ব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সংসারে বিপদ আসলে মা-রাই প্রথমে এগিয়ে আসে। মায়েরা মরিয়া চেষ্টা করেন পরিস্থিতি মোকাবিলা করার। আপনিও করোনার করাল থাবা থেকে পশ্চিমবঙ্গবাসীকে বাঁচাতে নিরলস ভূমিকা গ্রহণ করছেন। এত মানবিক হয়ে আগে এমনটা কাউকে করতে দেখিনি। আপনাকে শুধু প্রণাম জানানো ঠিক হবে না।
এতদিন যাঁরা আপনাকে নিয়ে অবজ্ঞা করেছে, তাঁদের কাছে আমাদের বিনীত অনুরোধ- মমতা বন্দ্যোপাধ্যায় নামে মুখ্যমন্ত্রীকে দেখে শিখুন। সংকীর্ণ দলাদলি বির্সজন দিয়ে অত্যন্ত আন্তরিক হয়ে কীভাবে বিপদের দিনে ঝাঁপিয়ে মানবিক হয়ে লড়াই করতে হয়, রাজ্যের মানুষজনকে বাঁচাতে, এ কাজ সত্যিই অনবদ্য ও তুলনাহীন। আপনাকে আমরা মানবতার মূর্ত প্রতীক হিসাবে চিহ্নিত করতে পারি। মানবতার এই মহান সেবার জন্য আপনাকে নতমস্তকে কুর্নিশও জানাই।

পাশাপাশি, একান্ত অনুরোধও জানাই, এভাবে আপনি প্রতিনিয়ত রাস্তায় নামবেন না, আপনি অসুস্থ হয়ে পড়লে আমাদের দেখভাল করার একমাত্র অবলম্বন বলতে আর কেউ থাকবে না, আমরা অভিভাবকহীন হয়ে পড়ব। তাই আমাদের বিশেষ অনুরোধ- আপনি নবান্নে বা কালীঘাটে বসে ভিডিও কনফারেন্স করে অথবা সোশ্যাল মিডিয়ায় আমাদের নির্দেশ পাঠান, আমরা রাজ্যের সমস্ত মানুষ বাঁচা ও বাঁচানোর স্বার্থে আপনার নির্দেশ অক্ষরে-অক্ষরে পালন করতে প্রস্তুত আছি।
আদেশ করতে পারেন আমাদেরও। আমরা আপনার নির্দেশ মেনে ঝাঁপিয়ে পড়ব সোনার বাংলাকে করোনা মুক্ত করতে। জয় আমাদের হবেই।