norendra modiOthers World 

WHO-র ক্ষমতায়ন এখন খুব জরুরি :মোদী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে একত্রিত হয়ে সংকল্প নিল জি-২০ ভূক্ত দেশগুলি। বিশ্বজুড়ে অর্থনৈতিক বিপর্যয়ের মোকাবিলায় ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার আর্থিক ত্রাণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল জি-২০। ভিডিয়ো কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, করোনার মতোমহামারীর ফলে মূল্য চোকাতে হচ্ছে অর্থনীতিকে। এর মোকাবিলা করতে দরকার পোক্ত পরিকল্পনা।পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কারের দাবিও করলেন প্রধানমন্ত্রী।এই ভিডিয়ো কনফারেন্সে নরেন্দ্র মোদী ছাড়াও ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ অন্য দেশগুলির রাষ্ট্রপ্রধানরা।ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিশ্ব অর্থনীতিকে বাঁচাতে গেলে ঢালতে হবে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। এই বিপর্যয় মোকাবিলায় একত্রিত হয়ে বৃহত্তর প্রেক্ষাপটে স্বচ্ছ, বৃহদাকার ও বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।পাশাপাশি পারস্পরিক সহযোগিতায় করোনার প্রতিষেধক আবিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G-20-কে প্রস্তাব দিয়েছেন, চিকিৎসা গবেষণার ক্ষেত্রে সদস্য দেশগুলিকে আরও খোলামেলা মনোভাব নিতে হবে। আবার গত শতাব্দীর ব্যবস্থা ছেড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কারের পক্ষেও সওয়াল করলেন নরেন্দ্র মোদী। এক্ষেত্রে তাঁর যুক্তি, প্রতিষেধক আবিষ্কার বা আগেভাগে সতর্কতা- করোনার মতো সমস্যা মোকাবিলায় হু-র কাছে কোনও ব্যবস্থাই ছিল না। এর ফলে WHO-র ক্ষমতায়ন এখন খুব জরুরি।

Related posts

Leave a Comment