Charak PujaEntertainment Travel 

বাংলা বর্ষশেষের উৎসব : চড়কে পূজা-উপাচার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চৈত্র বাংলা বছরের শেষ মাস। এই মাসে বাংলা বর্ষশেষের উৎসব চড়ক পালিত হয়। চৈত্র মাসের উৎসবে গাজন পালিত হয়ে থাকে । মূলত শিব ভক্তরা গাজনের সন্ন্যাসী হয়ে থাকেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে চড়কের মেলা অনুষ্ঠিত হয়। এই মাসে শিব-ভক্তরা নানা ব্রত পালনে মনোনিবেশ করে থাকে। এই ব্রত শিব ভাবনার ওপর। শিবের উপাসনায় বা গাজনে শোনা যায় মহাদেবের গান। শিব বন্দনায় চলে নানা পূজা ও উপাচার। সৃষ্টি ও ধ্বংসের স্বরূপ হিসাবে শিব আরাধনা করা হয়ে থাকে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment