Benjamin NetanyahuOthers World 

ফের ইজরায়েলের মসনদে বেঞ্জামিন নেতানইয়াহু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বেঞ্জামিন নেতানইয়াহু-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘিরে তুমুল বিতর্ক ছিল। তবে তিনি ফের ইজরায়েলের মসনদে বসতে চলেছেন বলে খবর। সংখ্যাগরিষ্ঠতা এখনও নিশ্চিত না হলেও রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আসন কম পড়লে তা ম্যানেজ করে নেওয়ার ক্ষমতা পোড় খাওয়া এই রাজনীতিকের রয়েছে বলে মনে করা হচ্ছে। ১ বছরে ৩টি নির্বাচনে সাফল্য মিলেছে বেঞ্জামিনের। এবার রেকর্ডের পথেই নেতানইয়াহু। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা হয়ে গিয়েছে। নেতানইয়াহুর লিকুদ পার্টি এগিয়ে ৩৬টি আসনে। তাঁর জোটও এগিয়ে ৫৯টি আসনে। সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও ২টি আসন প্রয়োজন বলে জানা গিয়েছে। বিরোধীদের মধ্যে থেকে ২ জন প্রতিনিধিকে নিজেদের দিকে আনার চ্যালেঞ্জ নিতে হবে নেতানইয়াহুদের। সেটা খুব কঠিন হবে না বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Related posts

Leave a Comment