Vivo IPL 2020Sports 

আর্থিক মন্দার কোপে এবার আইপিএল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আইপিএল বহু লোকের মুখে ক্রোড়পতি লিগ বলেও পরিচিত। কিন্তু যতই ক্রোড়পতি লীগ হোক না কেন শেষমেষ দেশের আর্থিক মন্দার কোপে পড়তেই হলো। আর্থিক মন্দার জেরে শুরু হয়ে গেলো জেরে আইপিএল-এ কস্ট কাটিং। এবারের আইপিএলে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পাবে ১০ কোটি টাকা অর্থাৎ গতবারের অর্ধেক এবং রানার্স দলও গতবারের অর্ধেক প্রাইজমানি পাবে অর্থাৎ তারা পাবে ৬.২৫ কোটি টাকা। একইভাবে তৃতীয় ও চতুর্থ দলও গতবারের অর্ধাংশ অর্থাৎ ৪.৩৭৫ কোটি টাকা পাবে।

এই ধাক্কা কেবল প্রাইজমানিতেই আটকে থাকলো না বরং বিসিসিআই-এর পক্ষ থেকে আইপিএলে স্টাফদের ভ্রমণেও ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, আইপিএল স্টাফরা এতদিন পর্যন্ত আকাশপথে তিন ঘণ্টার বেশি সময়ের যাত্রা করলে বিজনেস ক্লাস-এর টিকিট পেতেন। তার বদলে এবার বিসিসিআই জানিয়েছে, আট ঘণ্টার কম যাত্রাপথ হলে ইকোনমি ক্লাসের টিকিট দেওয়া হবে। তবে সকলের জন্য সমান নিয়ম নয় বলেও জানানো হয়েছে। এক্ষেত্রে সিনিয়র কয়েকজন কর্তা এই নিয়মের গন্ডিতে থাকছে না, তাঁরা আগের মতোই বিজনেস ক্লাসের টিকিট পাবেন।

উল্লেখ্য, ম্যাচ আয়োজনের জন্য আগে প্রতিটি ক্রিকেট সংস্থাকে ৩০ কোটি টাকা করে দিতে হতো সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির কিন্তু এবছর তা বেড়ে হলো ৫০ কোটি। হঠাৎ করে বিসিসিআই-এর এইভাবে ফি বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তে রীতিমতো চটে গিয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। তাঁরা দাবি করেছেন, বিসিসিআই তাঁদের সঙ্গে কোনওরমক আলোচনা করেনি। অন্যদিকে, চলতি মরশুমে আইপিএলের প্লে-অফে খেলা চারটি দলের জন্য আর্থিক বরাদ্দ ৫০ শতাংশ কমানোরও সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অর্থাৎ এতদিন প্লে অফে ওঠা চার দলের মধ্যে ৫০ কোটি রুপি বণ্টন করা হতো যা এবার কমিয়ে ২৫ কোটি করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

Related posts

Leave a Comment