থোমাসের বিধ্বংসী বোলিং
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: থোমাসকে বিধ্বংসী মেজাজে দেখা গেল। ওসানে থোমাস ২৮ রান দিয়ে ৫ উইকেট দখল করেছেন। শ্রীলঙ্কাকে ২৫ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেট হারিয়ে তোলে ১৯৬ রান। শ্রীলঙ্কা করে ১৭১ রান। প্রথম টি- টোয়েন্টি ম্যাচে অনবদ্য বোলিং করলেন থোমাস। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ভালো রান পেয়েছেন লেন্ডল সিমন্স। ৫১ বলে ৬৭ রান করেছেন লেন্ডল। শ্রীলঙ্কার বোলার রাসিথ মালিঙ্গা ৪ ওভার বল করে মাত্র ১উইকেট পেয়েছেন। তবে এই ম্যাচে নজির গড়েছেন থোমাস।