Bharat Electronics LimitedOthers 

৬৪ ইঞ্জিনিয়ার ও অফিসার নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, ট্রেনি ইঞ্জিনিয়ার এবং ট্রেনি অফিসার পদে ৬৪ জনকে নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড।

ট্রেনি ইঞ্জিনিয়ার-ওয়ান ও অফিসার-ওয়ান -এর মোট শূন্যপদ ৩৫টি (সাধাঃ ১৬, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৯, আর্থিকভাবে দুর্বল ৩)। ৩৫টি শূন্যপদের মধ্যে– ট্রেনি ইঞ্জিঃ (ইলেক্ট্রনিক্স) ১৬টি, ট্রেনি ইঞ্জিঃ (মেকানিক্যাল) ১১টি, ট্রেনি ইঞ্জিঃ (কম্পিউটার সায়েন্স) ৬টি এবং ট্রেনি অফিসার (ফিনান্স) ২টি।

প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান এবং প্রোজেক্ট অফিসার-ওয়ান -এর মোট শূন্যপদ ২৯টি (সাধাঃ ১৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৭, আর্থিকভাবে দুর্বল ২)। ২৯টি শূন্যপদের মধ্যে– প্রোজেক্ট ইঞ্জিঃ (ইলেক্ট্রনিক্স) ২২টি, প্রোজেক্ট ইঞ্জিঃ (মেকানিক্যাল) ৫টি, প্রোজেক্ট ইঞ্জিঃ (কম্পিউটার সায়েন্স) ১টি এবং প্রোজেক্ট অফিসার (হিউম্যান রিসোর্স) ১টি।

১-৯-২০২০ তারিখের হিসেবে ট্রেনি ইঞ্জিনিয়ার/ অফিসারের বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে এবং অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে, প্রোজেক্ট ইঞ্জিনিয়ার/ অফিসারের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে এবং অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ট্রেনি ইঞ্জিনিয়ারদের নিয়োগ হবে প্রথমে ১ বছরের জন্য। পরে ব্যক্তিগত সন্তােষজনক কাজের ভিত্তিতে আরও ২ বছর বেড়ে মেয়াদ মোট ৩ বছর হতে পারে। থোক পারিশ্রমিক প্রথম বছরে মাসে ২৫,০০০ টাকা, দ্বিতীয় বছর মাসে ২৮,০০০ টাকা এবং তৃতীয় বছর মাসে ৩১,০০০ টাকা। এছাড়া অন্যান্য খরচ বাবদ বছরে আরও ১০,০০০ টাকা।

প্রোজেক্ট ইঞ্জিনিয়ারদের নিয়োগ হবে প্রথমে ২ বছরের জন্য। পরে ব্যক্তিগত সন্তােষজনক কাজের ভিত্তিতে আরও ২ বছর বেড়ে মেয়াদ মোট ৪ বছর হতে পারে। থোক পারিশ্রমিক প্রথম বছরে মাসে ৩৫,০০০ টাকা, দ্বিতীয় বছর মাসে ৪০,০০০ টাকা, তৃতীয় বছর মাসে ৪৫,০০০ টাকা এবং চতুর্থ বছরে মাসে ৫০,০০০ টাকা। এছাড়া অন্যান্য খরচ বাবদ বছরে আরও ১০,০০০ টাকা।

ট্রেনি ইঞ্জিনিয়ার/ অফিসারদের শিক্ষাগত যোগ্যতা:- ইলেক্ট্রনিক্স: ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ই অ্যান্ড টি/ টেলিকমিউনিকেশন -এর একটির বি ই/ বি টেক পাশ হতে হবে। মেকানিক্যাল: মেকানিক্যালের বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিঃ পাশ হতে হবে। কম্পিউটার সায়েন্স: কম্পিউটার সায়েন্সের বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিঃ পাশ হতে হবে। ফিনান্স: এমবিএ ফিনান্স হতে হবে।

প্রোজেক্ট ইঞ্জিনিয়ার অফিসারদের শিক্ষাগত যোগ্যতা:- ইলেক্ট্রনিক্স: ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ই অ্যান্ড টি/ টেলিকমিউনিকেশন -এর একটির বি ই/ বি টেক পাশ হতে হবে। মেকানিক্যাল: মেকানিক্যালের বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিঃ পাশ হতে হবে। কম্পিউটার সায়েন্স: কম্পিউটার সায়েন্সের বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিঃ পাশ হতে হবে। হিউম্যান রিসোর্স: হিউম্যান রিসোর্সের এমবিএ/ এমএসডব্লু/ এম এইচআরএম হতে হবে।

প্রত্যেকটি পদের বাঞ্ছনীয় অভিজ্ঞতা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন পিডিএফ থেকে। পার্ট টাইম বা দূরশিক্ষার মাধ্যমে এসব পাশ করে থাকলে আবেদনের যোগ্য নন।

প্রার্থিবাছাই হবে মোট ১০০ নম্বরের ভিত্তিতে। শিক্ষাগত যোগ্যতার জন্য ৭৫ নম্বর, সংশ্লিষ্ট অভিজ্ঞতার জন্য ১০ নম্বর এবং ইন্টারভিউয়ের জন্য ১৫ নম্বর।

দরখাস্তের ফি বাবদ ট্রেনি ইঞ্জিনিয়ার/ অফিসারদের দিতে হবে ২০০ টাকা এবং প্রোজেক্ট ইঞ্জিনিয়ার/ অফিসারদের দিতে হবে ৫০০ টাকা। তফশিলি এবং শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।

দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। সঙ্গে দেবেন এসবের স্বপ্রত্যয়িত জেরক্স: বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক/ উচ্চমাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, (প্রযোজ্য হলে) ফি পেমেন্টের চালান, (প্রযোজ্য হলে) কাস্ট/ ওবিসি সার্টিফিকেট, প্রতিবন্ধকতা সার্টিফিকেট, (সরকারি/ আধা সরকারি কর্মচারী হলে) নো অবজেকশন সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট, ২ কপি পাসপোর্ট মাপের ছবি এবং (থাকলে) অন্যান্য প্রয়োজনীয় প্রমাণপত্র। এসব-সহ সঠিকভাবে পূরণ করা দরখাস্ত খামে ভরে স্পীড পোস্টে এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ২২ সেপ্টেম্বরের মধ্যে। এই ঠিকানায়: Dy. General Manager (HR), Bharat Electronics Limited, I.E.Nacharam, Hyderabad – 500076, Telangana State. খামের ওপর প্রার্থিত পদের নাম ও তার পোস্ট কোড অবশ্যই লিখবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফ থেকে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment