kolkata traffic policeBreaking News Others 

লকডাউনে গরিবদের পাশে বিধাননগর ট্রাফিক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গরিবদের খাবার বিলি বিধাননগরের ট্রাফিকের। সূত্রের খবর, এয়ারপোর্ট থানা এলাকার অস্বচ্ছল মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়ালো বিধাননগর কমিশনারেটের ট্রাফিক পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দশদ্রোণ মায়ের থান এলাকার প্রায় ১০০ পরিবারকে শুকনো খাবার পৌঁছে দিলেন বিধাননগরের ডিসি ট্রাফিক ধৃতিমান সরকার। এ বিষয়ে তিনি জানিয়েছেন, কমিশনারেট, থানার পাশাপাশি ট্রাফিক গার্ড থেকেও সাহায্য করা হল। পাশাপাশি দমদম স্টেশনের নিকটস্থ ১০০ ভবঘুরেকে একটি স্কুলে স্থানান্তরিত করা হয়েছে। করোনা মোকাবিলায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ওই ব্যক্তিদের খাবার বন্দোবস্তও করা হচ্ছে। আবার ১৬ নম্বর ওয়ার্ড ও নাগের বাজারে অটোচালকদের চাল, ডাল ও আলু বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

Related posts

Leave a Comment