কর্নাটকে সেলফি তুলে পাঠানোর নির্দেশ গৃহবন্দিদের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গৃহবন্দি থাকলে প্রতি ঘন্টায় সেলফি, এমনই নির্দেশ জারি হল কর্নাটকে। করোনা ঠেকাতে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ থাকলেও আক্রান্ত এবং সম্ভাব্য সংক্রামিতদের অনেকেই তা মানছেন না বলে অভিযোগ। বাড়ি থেকে বেরিয়ে ঘোরাঘুরিও করছেন অনেকে। এই পরিস্থিতিতে করোনা ভাইরাস দ্রুত ছড়ানোর আশঙ্কা বাড়ছে। এই অভিযোগ আসার পর রীতিমতো নির্দেশ জারি করল কর্নাটক প্রশাসন। ওই সব ব্যক্তিদের উপর নজরদারি বাড়াতে অভিনব পন্থা নিল প্রশাসনের কর্তা-ব্যক্তিরা। এজন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে প্রশাসন। সেই অ্যাপে গৃহবন্দি থাকা প্রত্যেককেই প্রতি ঘন্টায় সেলফি তুলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কর্নাটকের স্বাস্থ্য-শিক্ষামন্ত্রী ডাঃ কে সুধাকর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন। আবার কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেককে সতর্ক করা হয়েছে সরকারের পক্ষ থেকে। স্বাস্থ্য-শিক্ষামন্ত্রী ডাঃ কে সুধাকর জানিয়েছেন, কোয়ারেন্টাইনে থাকা সবাইকে যথাযথভাবে নিয়ম মেনে চলতে হবে। রাত্রে ঘুমের সময় রাত ১০টা থেকে সকাল ৭টা বাদ দিয়ে প্রতি ঘন্টায় সেলফি পাঠাতে হবে। না হলে সরকারি দল নিয়ম ভঙ্গকারীদের বাড়িতে পৌঁছে যাবে। তাঁদের তুলে নিয়ে গিয়ে তাঁদের মাস কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে। আবার যাঁরা ভুল ছবি পাঠাবেন, তাঁদেরও একই শাস্তি দেওয়া হবে।