ghojadanga borderBreaking News Others 

ঘোজাডাঙা সীমান্তে বিএসএফের মানবিক মুখ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আক্রান্তের জেরে লকডাউন গোটা দেশে। ঘোজাডাঙায় আটক ট্র্যাক। চালকদের খাওয়ালেন বিএসএফ জওয়ানরা। স্থানীয় সূত্রে খবর, বসিরহাট, বনগাঁও এলাকাতেও করোনার জেরে আতঙ্কের পরিবেশ অব্যাহত। আবার লকডাউনের জেরে বসিরহাট ঘোজাডাঙা সীমান্তে প্রচুর ট্র্যাক আটকানো রয়েছে। এই আটকে থাকা পরিস্থিতিতে ট্র্যাক চালকদের পাশে দাঁড়ালেন বিএসএফ জওয়ানরা। বিএসএফের ১৫৩ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা খিচুড়ি ও সবজি রান্না করে প্রায় ৩০০ জন ট্র্যাক চালক ও খালাসিকে খাওয়ালেন। পাশাপাশি লকডাউনের জেরে বিভিন্ন হাসপাতালে রক্তসঙ্কট চলছে। বারাসাত জেলা পুলিশের প্রয়াসে পুলিশ লাইনে রক্তদান শিবিরের আয়োজনও করা হয়।

Related posts

Leave a Comment