আইনজীবীদের বিরতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আইনজীবিদের সওয়াল থেকে বিরত থাকার সময় বাড়ানো হয়েছে। এ মাসের ৯এপ্রিল পর্যন্ত সেই মেয়াদের সময়সীমা করা হল।রাজ্য বার কাউন্সিল সূত্রে,এ সংবাদ জানা যায়। কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিদ্ধাৰ্থ মুখোপাধ্যায় ও কাউন্সিল সদস্য তথা আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় জানিয়েছেন , মহকুমা কোর্টে আইনজীবীরা জরুরি মামলা ছাড়াও বিভিন্ন ফৌজদারি মামলার জামিনের আবেদন শুনানিতে অংশ গ্রহণ করতে পারবেন। কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেবের উপস্থিতিতে এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।