Small ChieldHealth Others 

লকডাউনে শিশু-কিশোরদের সাহায্যে রাজ্য শিশু কমিশন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাচ্চা সামলানো এবং শিশু-কিশোরদের শান্ত করার টোটকা দিলেন চিকিৎসক ও মনোবিদরা। লকডাউনে বাড়ি থেকে বেরনো যাচ্ছে না। প্রাপ্তবয়স্করা মেনে নিলেও শিশু-কিশোরদের ক্ষেত্রে তা মেনে নেওয়া অত্যন্ত কঠিন। এমত অবস্থায় অভিভাবকদের কাছে বড় সমস্যা তাদের সামলানো। এই শিশু-কিশোরদের সাহায্যেই এবার এগিয়ে এল রাজ্য শিশু কমিশন। এই সংক্রান্ত বিষয়ে চালু হয়েছে মনোবিদ ও চিকিৎসকদের নিয়ে একটি হেল্পলাইন। লকডাউনের সময়ে কীভাবে বাচ্চাকে সামলানো যায় এবং শিশুমনে এর কোনও নেতিবাচক প্রভাব পড়বে কি না, তা জানতেই ফোন আসছে অভিভাবকদের। ভিনরাজ্য থেকেও ফোন আসছে। এক্ষেত্রে চিকিৎসকদের জিজ্ঞাসা করা হয়, টানা লকডাউনে শিশুমনে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়ে। টানা লকডাউনে অনেকের মধ্যেই আতঙ্ক বেড়েছে। কীভাবে সেই ভয় কাটানো যায়, সেই পরামর্শও চাওয়া হয়েছে। এ ব্যাপারে রাজ্য শিশু কমিশন সূত্রে জানানো হয়েছে, চিকিৎসক ও মনোবিদরা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, তাতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। পাশাপাশি কমিশনের সদস্য যশোবন্তী শ্রীমানী জানিয়েছেন, এইরকম পরিস্থিতিতে বাচ্চাদের বাড়ির বিভিন্ন কাজে জড়িয়ে দিতে পারলে সবচেয়ে ভাল হবে। হাল্কা কাজগুলি করার জন্য তাদের উৎসাহও দিতে হবে। এতে মন অন্যদিকে যাবে না। তাছাড়া আগামীদিনে বাচ্চাদের মধ্যে দায়িত্ববোধও তৈরি হবে। কাজ করার জন্য তারাও উৎসাহিত হবে।

Related posts

Leave a Comment