Blood Donation CarHealth Others 

লকডাউন পরিস্থিতিতে ভ্রাম্যমাণ গাড়িতেই রক্তদান শিবিরের উদ্যোগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউন পরিস্থিতি। গোটা রাজ্যেই রক্তের আকাল। থ্যালাসেমিয়া চিকিৎসা কেন্দ্রগুলিতে বড় সমস্যা। মজুত রক্তের পরিমাণ কমেছে। সূত্রের খবর, এই সঙ্কটজনক পরিস্থিতিতে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক এবং স্থানীয় কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্তের যৌথ উদ্যোগে অত্যাধুনিক রক্ত সংগ্রহকারী ভ্রাম্যমাণ গাড়িতেই রক্তদান শিবিরের ব্যবস্থা করা হল। ব্লাড ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ১০১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই ভ্রাম্যমাণ শিবিরে প্রতিদিন ৩০ জন রক্তদান করতে পারবেন। এ বিষয়ে আরও জানা যায়, গত ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল এই ভ্রাম্যমাণ গাড়িটি দক্ষিণ শহরতলির ৫টি জায়গায় পরিক্রমণ করবে। গাঙ্গুলিবাগান মোড় এবং গতকাল ৩১ মার্চ রক্তদানের ব্যবস্থা হয়েছে বৈষ্ণবঘাটা-পাটুলি উপনগরীর বাজারের নিকটস্থ জায়গায়। আজ কে কে দাস কলেজ প্রাঙ্গণ ও আগামী ২ এপ্রিল কেন্দুয়া মোড়ে এবং ৩ এপ্রিল বাঘাযতীন মোড়েও রক্তদানের আয়োজন হবে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment