Corona MaskHealth Others 

করোনা মোকাবিলায় মাস্ক বিতরণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিমতা থানার উদয়পুর অঞ্চলের একটি ক্লাব করোনা মোকাবিলায় মাস্ক বিতরণ করল। স্থানীয় সূত্রের খবর, করোনা-সংক্রমণের জেরে চাহিদা বেড়েছে মাস্কের। করোনাজনিত পরিস্থিতিতে বাজারে মাস্ক মিলছেও না পর্যাপ্ত। আবার ওষুধের দোকানে মাস্কের দাম অনেকটাই চড়া। সাধারণ মানুষের সাধ্য নেই ওই মাস্ক কেনার। এমত অবস্থায় এলাকার বাসিন্দাদের মাস্ক বিতরণ করল নিমতা থানার উদয়পুর অঞ্চলের একটি ক্লাব। জানা যায়, ওই ক্লাবের পক্ষ থেকে এলাকায় হাজারেরও বেশি বাড়িতে বিনামূল্যে মাস্ক তুলে দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment