China Forest FireOthers World 

চিনের সিচুয়ান প্রদেশে দাবানলে মৃত্যু ১৯

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহের মধ্যেই চিনের সিচুয়ান প্রদেশে দাবানল। এর জেরে পুড়ে মৃত্যু হল ১৯ জনের। সূত্রের খবর, সিচুয়ান প্রদেশের পাহাড়ি এলাকায় দাবানল প্রাথমিকভাবে শুরু হয়। এরপর দ্রুত তা ছড়িয়ে পড়ে জনবসতিতে। প্রশাসন অতিদ্রুত অঞ্চলটি খালি করার বন্দোবস্ত করেছে। তবে মৃত্যু এড়ানো সম্ভব হয়নি।

Related posts

Leave a Comment