জনসন এন্ড জনসনের এবার করোনা টিকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার করোনা টিকা তৈরি করতে চলেছে জনসন অ্যান্ড জনসন। সূত্রের খরব, কোভিড-১৯ টিকা তৈরি করবে ওই সংস্থা। প্রসঙ্গত, শিশুদের উপযোগী জিনিসপত্র তৈরি করে থাকে ওই সংস্থা। আবার এই ঘোষণার পর জনসন অ্যান্ড জনসনের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৮ শতাংশ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে কোভিড-১৯-এর টিকা বানানো শুরু করবে জনসন অ্যান্ড জনসন। আগামী বছরের শুরুতে ওই ওষুধ হাতে আসার কথাও জানিয়েছে সংস্থা। আগামী সেপ্টেম্বর মাস থেকে মানুষের ওপরে ওই টিকা পরীক্ষা করা হবে বলে সংস্থা সূত্রে জানা যায়। সংস্থার সিইও অ্যালেক্স গোরস্কি জানিয়েছেন, এই মুহূর্তে বিশ্বজুড়ে স্বাস্থ্য সঙ্কট চলছে। এই পরিস্থিতিতে ওই টিকা তৈরিতে আমাদের দিক থেকে যতটা সম্ভব তা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।