Birat Kohli-4Others Sports 

রাঙ্কিং শীর্ষে দাভিদ- পাঁচ নম্বরে বিরাট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি রাঙ্কিং তালিকায় ৫ নম্বর স্থানে থেকে গেলেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। উল্লেখ করা যায়, এই তালিকায় ৭ নম্বরে কে এল রাহুল। রাঙ্কিং অনুযায়ী দেখা গিয়েছে, তালিকার ১ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের দাভিদ মালান। তাঁর অর্জিত পয়েন্ট ৮৯২। পাশাপাশি ২ নম্বর স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। ৩ নম্বর জায়গায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম রয়েছেন। অন্যদিকে বোলিং ও অলরাউন্ডার তালিকায় প্রথম দশে নেই কোনও ভারতীয় ক্রিকেটার।

Related posts

Leave a Comment