মাদ্রিদ ওপেনে নাম প্রত্যাহার নোভাকের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনার নতুন সংক্রমণ। এই আবহে মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। উল্লেখ করা যায়, গত সপ্তাহে বেলগ্রেড ওপেনের শেষ চারে তিনি পরাজিত হন রাশিয়ার আসলান কাবাতসেভের কাছে। এক বার্তায় জোকোভিচ জানিয়েছেন, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি মাদ্রিদে যাওয়ার কোনও ইচ্ছা নেই।

