Birla Industrial-1Others 

মিউজিয়াম দিবসে অনলাইন বক্তৃতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মিউজিয়াম দিবস। আন্তর্জাতিক জাদুঘর দিবসে অনলাইনে একটি বক্তৃতার আয়োজন করছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম (বিআইটিএম)। উল্লেখ্য, করোনা আবহে গোটা বিশ্বে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শিল্প। গোটা বিশ্বে করোনা পরিস্থিতিজনিত কারণে পর্যটকদের অভাবে সমস্যায় পড়েছে সব জাদুঘরই। এই অবস্থায় কী হবে ভবিষ্যৎ, কীভাবেই বা কাজ চালানো হবে, তা নিয়েই থাকছে আলোচনা ‘দ্য ফিউচার অব মিউজিয়ামস রিকভার অ্যান্ড রি-ইম্যাজিন’। সূত্রের খবর, ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ামসের পক্ষ থেকে জানানো হয়েছে আলোচনা চলবে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। বিআইটিএম-এর ওয়েবসাইটের মাধ্যমে এতে অংশ নেওয়া যাবে বলেও জানা যায়। আলোচনা পর্বটি দেখা যাবে ইউটিউবেও।

Related posts

Leave a Comment