অভিনেত্রী কানন দেবীর জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি অভিনেত্রী কানন দেবী। ১৯১৬ সালের ২২ এপ্রিল হাওড়ায় তাঁর জন্ম। তিনি কানন বালা নামেও পরিচিত। কানন দেবী ছিলেন বাঙালি অভিনেত্রী ও গায়িকা। তিনি ভারতীয় চলচ্চিত্রে নায়িকাদের মধ্যে প্রথম গায়িকা হিসেবে পরিচিত। পাশাপাশি বাংলা চলচ্চিত্রের প্রথম তারকা হিসেবে স্বীকৃত। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল- ঋষির প্রেম, মা, বিষ্ণুমায়া, কণ্ঠহার, বাসবদত্তা, যোগাযোগ ও পরিচয় ইত্যাদি। ১৯৬৪ সালে তাঁকে পদ্মশ্রী উপাধিতে সম্মানিত করা হয়। এছাড়াও ১৯৭৬ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন কানন দেবী।

