BJP Flag-2Others 

পরবর্তী পর্যায়ে বিজেপি-র প্রার্থী তালিকা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজ পরবর্তী পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। একনজর দেখে নেওয়া যাক সেই প্রার্থী তালিকা। নয়নাগুড়ি- কৌশিক রায়, মাল- মহেশ বাগ, জলপাইগুড়ি- সুজিত সিংহ, শিলিগুড়ি- শঙ্কর ঘোষ, খড়দহ- শীলভদ্র দত্ত, ভাটপাড়া- পবন সিং, তেহট্ট- আশুতোষ পাল, রাণাঘাট- পার্থসারথী চট্টোপাধ্যায়, রাণাঘাট (দক্ষিণ)- মুকুটমণি অধিকারী, পানিহাটি- সন্ময় বন্দ্যোপাধ্যায়, দমদম- বিমল শঙ্কর নন্দ, বায়না- মানিক রায়, বিধাননগর- সব্যসাচী দত্ত, জামালপুর- বলরাম ব্যাপারী, কালিয়াগঞ্জ- সৌমেন রায়, স্বরূপনগর- বৃন্দাবন সরকার, কৃষ্ণনগর (উত্তর)- মুকুল রায়, হাবড়া- রাহুল সিনহা, সাগরদিঘি- মাফুজা খাতুন, সূতি- কৌশিক দাস, জোড়াসাঁকো- মীনাদেবী পুরোহিত, মানিকতলা- কল্যাণ চৌবে, মালদা- গোপালচাঁদ সাবা, কান্দি- গৌতম রায়, রায়না- মানিক রায়, মন্তেশ্বর- সৈকত পাঁজা, চোপড়া- মহম্মদ শাহিন আখতার, গোপালপুর- শমীক ভট্টাচার্য, হবিবপুর- জুয়েল মুর্মু এবং বরানগর- পর্ণো মিত্র। এছাড়া গতকাল চার আসনে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রার্থীরা হলেন- বারুইপুর-পূর্ব (সং)- চন্দন মণ্ডল, ফলতা- বিধান পারুই, উলুবেড়িয়া-দক্ষিণ- পাপিয়া অধিকারী ও জগৎবল্লভপুর- অনুপম ঘোষ। (ক্রমশঃ)

খবরটি পড়ে ভাল লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment