bjp and candidateOthers Politics 

প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির-দেখে নিন একঝলক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শেষ চার দফার মোট ১৪৮ জন প্রার্থীর নাম প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি । এর মধ্যে ১৯ জন মহিলা প্রার্থী। বিজ্ঞানী- চিকিৎসক-আইনজীবী ও তারকা মিলিয়ে এই প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির। ভোটের লড়াইয়ে দেখা যাবে মুকুল রায়কে। এছাড়া রয়েছেন শমীক ভট্টাচার্য, রাহুল সিনহারা। তৃণমূলনেত্রীর এলাকার ভবানীপুর আসনটি দেওয়া হয়েছে রুদ্রনীল ঘোষকে।এই তারকা রুদ্রনীল অবশ্য আত্মবিশ্বাসী। তিনি জানিয়েছেন, মানুষ দল দেখে ভোট দেয়। এবার বিজেপিকেই এই আসনে জয়ী করবেন ভবানীপুরের মানুষ। প্রার্থী তালিকায় নাম রয়েছে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্রর।
হাবড়ার আসনটি ছাড়া হয়েছে রাহুল সিনহাকে। তাঁর পুরনো আসন জোড়াসাঁকো ছাড়া হয়েছে মীনাদেবী পুরোহিতকে । এখনও ১১টি নাম ঘোষণা বাকি রয়েছে। কামারহাটি আসনটি ছাড়া হয়েছে রাজু বন্দ্যোপাধ্যায়কে। তিনি লড়বেন মদন মিত্রর সঙ্গে। অন্যদিকে শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের সঙ্গে লড়াই হবে শঙ্কর ঘোষের। তৃণমূল থেকে বিজেপিতে আসা সব্যসাচী দত্ত, শুভ্রাংশু রায় , শীলভদ্র দত্ত, গৌরীশঙ্কর দত্তদেরওপ্রার্থী করেছেগেরুয়া শিবির । প্রথম চার দফা প্রার্থী তালিকা ঘোষণার পর কিছু কিছু জায়গায় বিজেপির গোষ্ঠীকোন্দল মাথাচাড়া দিয়েছে।

ঘোষণা হওয়া প্রার্থী তালিকা একনজর-ময়নাগুড়ি- কৌশিক রায়,মাল- মহেশ বাগ,জলপাইগুড়ি- সুজিত সিংহ,শিলিগুড়ি- শঙ্কর ঘোষ,খড়দহ- শীলভদ্র দত্ত,ভাটপাড়া- পবন সিং,তেহট্ট- আশুতোষ পাল,রানাঘাট-পার্থসারথী চ্যাটার্জী,রানাঘাট দক্ষিণ-মুকুটমণি অধিকারী,পানিহাটি-সন্ময় বন্দ্যোপাধ্যায়,
দমদম- বিমলশঙ্কর নন্দ,রায়না- মানিক রায়,বিধাননগর -সব্যসাচী দত্ত,জামালপুর- বলরাম ব্যাপারী,কালিয়াগঞ্জ -সৌমেন রায়,স্বরূপনগর- বৃন্দাবন সরকার,কৃষ্ণনগর উত্তর- মুকুল রায়,হাবড়া- রাহুল সিনহা,সাগরদীঘি- মাফুজা খাতুন,সুতি- কৌশিক দাস,জোড়াসাঁকো- মীনাদেবী পুরোহিত,মানিকতলা- কল্যাণ চৌবে,মালদা- গোপালচাঁদ সাবা,
কান্দি- গৌতম রায়,রায়না- মানিক রায়,মন্তেশ্বর- সৈকত পাঁজা,চোপড়া- মহম্মদ শাহিন আখতার,রাজারহাট -গোপালপুর-শমীক ভট্টাচার্য,হবিবপুর- জুয়েল মূর্মূ,বরানগর- পর্নো মিত্র,হেমতাবাদ-চাদিমা রায়,বীজপুর-শুভাংশু রায়,ভবানীপুর-রুদ্রনীল ঘোষ,বেহালা-পশ্চিম-শ্রাবন্তী চ্যাটার্জী,বারাসাত-শঙ্কর চ্যাটার্জী,কামারহাটি-রাজু বন্দ্যোপাধ্যায়,সিউড়ি-জগন্নাথ চট্টোপাধ্যায়,ফারাক্কা-হেমন্ত ঘোষ,বালি-বৈশাখী ডালমিয়া,ফাঁসিদেওয়া-দুর্গা মুর্মু,চাকদহ-বঙ্কিম ঘোষ,আসানসোল-দক্ষিণ-অগ্নিমিত্রা পল,পাণ্ডবেশ্বর-জিতেন্দ্র তেওয়ারি। (ক্রমশ)

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment