Boxing ChampionshipOthers Sports 

এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতের জোড়া সাফল্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আম্মানে চলা এশীয় অলিম্পিক্স বাছাই পর্বে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন গৌরব-আশিস। দুই ভারতীয় বক্সার গৌরব সোলাঙ্কি ৫৭ কেজি বিভাগে এবং আশিস কুমার ৭৫ কেজি বিভাগে কমনওয়েলথ গেমসে সোনা জয়ী সোলাঙ্কি হারালেন কিরঘিজস্তানের দু-বারের জাতীয় চ্যাম্পিয়ন আকিলবেক এসেনবেক উলু-কে। পাশাপাশি এশীয় চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী আশিস পরাজিত করলেন তাইওয়ানের কান চিয়াওয়েইকে। দুই ভারতীয় বক্সারই ৫-০ ফলাফলে হারালেন প্রতিপক্ষদের। প্রি-কোয়ার্টার ফাইনালে এবার আশিসের প্রতিদ্বন্দ্বী কিরঘিজস্তানের ওমারবেক বেকঝিগিট উলু। ওমারবেক প্রতিযোগিতার চতুর্থ বাছাই। প্রসঙ্গত, গত বছর এশীয় চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে আশিস হারিয়েছেন তাঁকে। কমনওয়েলথ গেমসে ৫২ কেজি বিভাগে সোনা জয়ী সোলাঙ্কি খেলবেন শীর্ষবাছাই উজবেক বক্সার মিরাজিজবেক মির্জাখালিলভের বিরুদ্ধে।

Related posts

Leave a Comment