Rastriya Sanskriti MahotsavEntertainment Others 

কোচবিহারে “রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলার চিরন্তন শিল্প, কলা ও সংস্কৃতিকে সারা দেশের সামনে তুলে ধরতে বিশেষ পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই লক্ষ্যেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে ২৬ থেকে ২৯ মার্চ কোচবিহারে আয়োজিত হচ্ছে “রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব”। কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল কোচবিহারে গিয়ে এই মহোৎসবের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ১০ বার এই উৎসব আয়োজিত হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। পশ্চিমবঙ্গে এর আগে এই উৎসবের আয়োজন করা হয়নি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে উৎসবের আয়োজকদের তালিকায় এবারই প্রথম নাম পশ্চিমবঙ্গের কোচবিহারের। এ বিষয়ে আরও জানা গিয়েছে, স্থানীয় সাংসদ নিশীথ প্রামাণিক এই প্রাচীন ঐতিহ্যবিশিষ্ট শহরে এই মহোৎসব আয়োজনের জন্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকে দরবার করেছেন। বেশ কয়েকবার তিনি কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল জানিয়েছেন, কোচবিহারেই হবে এবারের রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব।

Related posts

Leave a Comment