রাজ্য জয়েন্টের ফল উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষেই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উচ্চমাধ্যমিক, আইএসসি এবং সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার শেষ হওয়ার পর তবেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হবে। উচ্চশিক্ষা দপ্তরের কাছে এমনই প্রস্তাব পাঠাল জয়েন্ট বোর্ড। বিকাশ ভবন সূত্রের খবর, জয়েন্ট বোর্ডের প্রস্তাবের কথা জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়া হলেও ফলপ্রকাশে সময় নিচ্ছে জয়েন্ট বোর্ড। এক্ষেত্রে বলা হয়েছে, উচ্চমাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়াশোনার পর অনেকেরই স্বপ্ন থাকে জয়েন্টে ভাল ফল করে ইঞ্জিনিয়ারিং পড়ার। তবে এটা শুধু রাজ্যেই সীমাবদ্ধ নয়। অনেকে উচ্চশিক্ষার জন্য দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় ও রাজ্যভিত্তিক প্রবেশিকাতেও বসে থাকেন। আবার বাইরের অনেক বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রতিষ্ঠানেও ভর্তির জন্য আবেদন করতে পারেন। এখন উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যেই রাজ্য জয়েন্টের রেজাল্ট বের হলে ও তার ফল খারাপ হলে পরীক্ষার্থীদের উপর বিরাট প্রভাব পড়তে পারে। এক্ষেত্রে তরুণ-তরুণীদের কথা ভেবেই উচ্চমাধ্যমিক বা সমতুল বোর্ডের পরীক্ষার শেষে জয়েন্টের ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।