sisu aloiEducation 

বাংলার শিশু আলয়ের সংখ্যা দাঁড়ালো ২৭হাজার ৪৯০

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কাঁকসার বিরুডিহায় রাজ্য স্তরের শিশু আলয় দিবস পালন করা হয়। দপ্তর সূত্রে জানা যায়, মন্ত্রী শশী পাঁজা মোট ২৭ হাজার ৪৯০টি শিশু আলয় উদ্বোধন করেন। অন্যদিকে তিনি এডব্লুসি ইনস্পেকশন নামে একটি অনলাইন পরিষেবা চালু করেন।যার মূল কাজ হবে সেন্টার গুলির নজরদারি চালানো এবং পরিদর্শনে গিয়ে স্পট থেকে ছবি আপলোড করা।এতে দপ্তরের মন্ত্রী থেকে সচিব সকলেরই নজরদারি চালানো খুবই সহজ হয়ে যাবে।কাঁকসার বিরুডিহায় ওই অনুষ্ঠান থেকে জানা যায়, অপুষ্টিজনিত শিশুর সংখ্যা অনেক কমেছে। অপুষ্টিজনিত শিশুর সংখ্যার বিচারে পুরস্কৃত করা হয় কালিম্পঙ ও নদীয়া জেলাকে। পাশাপাশি শিশু আলয়ে ভালো কাজ করার জন্য পূর্ব বর্ধমান ও কলকাতা জেলাকে পুরস্কৃত করা হয়। এদিন তিনি আরও বলেন শিশুদের উন্নত মানের শিক্ষাগ্রহণের অধিকার আছে। এই কারণেই এই অনলাইন পরিষেবার সূচনা করা হয়েছে। এতে জনসাধারণ দ্রুত তাঁদের অভাব অভিযোগ জানাতে পারবে। সূত্রের আরও খবর, বিভিন্ন অনিয়ম রোখা সরকারের পক্ষে সহজ হয়ে যাবে এই অনলাইন পরিষেবার মাধ্যমে। প্রসঙ্গত ২০১৫ সালে ১ হাজার, ২০১৬ সালে ১৪০৪, ২০১৭ সালে ১০হাজার এবং ২০১৮ সালে ১৪ হাজার এবং ওই দিন ২৭ হাজার ৪৯০টি শিশু আলয়ের উদ্বোধন হয়।

Related posts

Leave a Comment