দূষণ রোধে বাংলাদেশে ২১টি কারখানার বিভিন্ন সংযোগ বিচ্ছিন্ন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বাংলাদেশের বেশিরভাগ কারখানার বর্জ্য গিয়ে পরে বুড়িগঙ্গায়। ২১টি কারখানার অপরিশোধিত তরল বর্জ্যে বুড়িগঙ্গা দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তর ওই কারখানাগুলোর বিদ্যুৎ, গ্যাস ও জলের লাইন বন্ধ করে দিয়েছে। গতকাল শ্যামপুর শিল্প এলাকায় পরিবেশ অধিদপ্তর দিনভর অভিযান চালিয়ে কারখানাগুলোর এই সমস্ত পরিষেবা বন্ধ করে।
জানা গিয়েছে, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের ডিরেক্টর রুবিনা ফেরদৌসী-এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এছাড়াও সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দফতরের ঢাকা মহানগরের ডিরেক্টর সোহরাব আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম ও কাজী তামজিদ আহমেদ প্রমুখ।
এদিন অটবি ফার্নিচার, চাঁদনি টেক্সটাইল মিল সহ মোট ২১টি প্রতিষ্ঠানে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) না থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, এদিনই যত্রতত্র আবর্জনা রেখে বায়ু ও পরিবেশ দূষণের দায়ে অন্য পাঁচটি কারখানাকে ৫ লক্ষ টাকা করে জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের ডিরেক্টর রুবিনা ফেরদৌসি জানান, এই পর্যন্ত ৩ দফা অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক কারখানা বন্ধ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ২২৩ কারখানার সবগুলো শিগগিরই বন্ধ করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বুড়িগঙ্গার পাড়ে ইটিপি ছাড়া একটি কারখানাও চলতে দেওয়া হবে না।