চীন ও ইরানের পর করোনার কামড় ভারতে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশজুড়ে প্রবল ভাবে ছড়াচ্ছে করোনা ভাইরাস। এর মধ্যেই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ জন। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, গতকাল পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬ জন। রাতারাতি সেই সংখ্যা একলাফে গিয়ে দাঁড়িয়েছে ২৮। যার মধ্যে ৩ জন কেরলের। তাদের চিকিৎসার পর গত সপ্তাহেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে এখনও পর্যন্ত কমকরে ৯০ হাজার ৪৪১ জনেরও বেশি মানুষ এই ভাইরাস সংক্রামিত হয়েছে। উল্লেক্ষ, আজ সকাল পর্যন্ত কোরোনার কোপে মোট ৩ হাজার ১১৯ জন মারা গেছেন। যার মধ্যে চিনেই মৃতের সংখ্যা ২ হাজার ৯৪৪ জন।